-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

রামদা হাতে যুবলীগ নেতা, ১০ সেকেন্ডের ভিডিওতে চাঞ্চল্য

রামদা হাতে যুবলীগ নেতা, ১০ সেকেন্ডের ভিডিওতে চাঞ্চল্য - the Bengali Times
ছবি সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের এক নেতার রামদা হাতে দৌড়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শাহজাহান উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। তিনি মৃত বশির আহম্মদের ছেলে।

- Advertisement -

সোমবার সকালে শিকলবাহা এলাকায় জমি দখলের চেষ্টার সময় শাহজাহানকে রামদা হাতে দৌড়ে আসতে দেখা যায়। ১০ সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “রাস্তা বন্ধ কর, রাস্তা বন্ধ কর।”

ভিডিওটি নজরে আসার পর মো. শাহজাহান (৩৯) নামে ওই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শাহজাহানকে নগরের চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।”

- Advertisement -

Related Articles

Latest Articles