5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘লাড়া দে, কোপাইয়া দে’সহ ঢাকায় অপরাধের শীর্ষে যেসব গ্যাং

‘লাড়া দে, কোপাইয়া দে’সহ ঢাকায় অপরাধের শীর্ষে যেসব গ্যাং - the Bengali Times
প্রতীকী ছবি

দেশে চলমান বিশেষ অভিযানের (অপারেশন ডেভিল হান্ট) মধ্যেই সাম্প্রতিক সময়ে নৃশংসতার অনেক অভিযোগ দেশের বিভিন্ন থানায় জমা পড়েছে কিশোর-তরুণ গ্যাংয়ের বিরুদ্ধে। তাদের নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর।

পুলিশ বলছে, সম্প্রতি দেশজুড়ে নতুন কৌশলে কিশোর-তরুণ গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। প্রতিদিনই তাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠছে।

- Advertisement -

খোদ পুলিশের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা।

গত বছরের এপ্রিলের আগে রাজধানীতে অন্তত ১২৭ কিশোর-তরুণ গ্যাং সক্রিয় ছিল। সারা দেশে ছিল ২২৭টি গ্যাং। এসব গ্যাংয়ের সদস্য ছিল দুই হাজারের বেশি।

দেশের প্রতিটি থানায় তাদের তালিকা ছিল। তবে গত ৫ আগস্টের আগে ও পরে দেশের বেশির ভাগ থানা ধ্বংস হওয়ায় সেই তালিকাও ধ্বংস হয়েছে। এর ফলে এখন নতুন করে কিশোর-তরুণ গ্যাংয়ের তালিকা তৈরি করা হচ্ছে।

থানা পুলিশের তথ্য অনুযায়ী, সময় বদলালেও পাল্টায়নি কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড।

বিগত সরকারের সময়ে তাদের সে সময়ের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে কতিপয় রাজনৈতিক নেতা শেল্টার দিতেন। বর্তমানে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সমাজে নতুন করে মাথাচাড়া দেওয়া কিছু উঠতি সন্ত্রাসী। এ ছাড়া রাজধানীর কয়েকটি এলাকায় জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরাও এখন কিশোর গ্যাংকে শেল্টার দিচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের তালিকা অনুযায়ী, বরাবরই উত্তরা এলাকায় কিশোর-তরুণ গ্যাং সদস্য বেশি। এই এলাকার গ্যাংগুলোর মধ্যে রয়েছে নাইন এমএম বয়েজ, নাইন স্টার, পাওয়ার বয়েজ, বিল বস, সুজন ফাইটার, ক্যাসল বয়েজ, আলতাফ জিরো, ভাইপার ও তুফান; মিরপুর এলাকায় বিচ্ছু বাহিনী, সুমন গ্যাং, বিহারি রাসেল, পিচ্চি বাবু, সাইফুল গ্যাং, বাবু রাজন, রিপন গ্যাং, সাব্বির গ্যাং, নয়ন গ্যাং ও মোবারক গ্যাং; ধানমণ্ডিতে একে ৪৭, নাইন এমএম ও ফাইভ স্টার বন্ড; বংশালে রয়েছে জুম্মন গ্যাং; তেজগাঁওয়ে মাঈনুদ্দিন গ্যাং; মুগদায় চান জাদু, ডেভিড কিং ফল পার্টি, ভলিয়ম টু ও ভাণ্ডারী; পুরান ঢাকার শাঁখারীবাজার, কলতাবাজার, পানিটোলা, লালকুঠি, শ্যামবাজার, ইসলামপুর, বাবুবাজারসহ সদরঘাটের পার্শ্ববর্তী এলাকায় ফেরদৌস গ্রুপ, সাজু গ্রুপ, সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপ, টাইগার গ্রুপ, চিতা গ্রুপ।

এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে ডাইল্লা গ্রুপ, এলেক্স গ্রুপ, ইমন গ্রুপ, আনোয়ার ওরফে শ্যুটার আনোয়ার গ্রুপ, আকাশ গ্রুপ, দ্য কিং অব লও ঠেলা গ্রুপ, ডায়মন্ড গ্রুপ, আই ডোন্ট কেয়ার (আইডিসি) গ্রুপ, মুরগি গ্রুপ, সাব্বির গ্রুপ, শাওন গ্রুপ, ফিল্ম ঝিরঝির গ্রুপ, স্টার বন্ড গ্রুপ, গ্রুপ টোয়েন্টি ফাইভ, লাড়া দে, লেভেল হাই, দেখে ল-চিনে ল ও কোপাইয়া দে গ্রুপ।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, কিশোর-তরুণ অপরাধীদের আইনের আওতায় আনতে দেশজুড়ে পুলিশ সক্রিয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, কিশোর-তরুণ গ্যাং নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, বরাবরের মতোই র‌্যাবের সব ইউনিট দেশে কিশোর-তরুণ গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles