6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা

‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা - the Bengali Times
রাফিয়াত রশিদ মিথিলা

দেশীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ও কণ্ঠশিল্পী তাহসান খান সম্প্রতি দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। এর পরেই সামাজিক যোগাযোগামাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সব জায়গায় তাহসান-মিথিলার সম্পর্কটি নতুন করে আবার আলোচনায় এসেছে।

বিশেষ করে সাবেক স্বামীর সঙ্গে মিথিলার বর্তমান সম্পর্ক কেমন এবং তাহসানের বিয়ে নিয়ে তার বক্তব্য জানতে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ইচ্ছা দেখা যায়।

- Advertisement -

তবে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তারা নিয়মিত যোগাযোগও রাখেন। এমনকি তাহসানের নতুন জীবনের জন্য মিথিলা শুভেচ্ছাও জানিয়েছেন।

মিথিলা বলেন, বিচ্ছেদ হয়ে গেলেই একে অপরের শত্রু হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের মধ্যে সেই ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো বন্ধু। আমাদের সন্তান আয়রা, সে আমাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আয়রা যে কোনো পরিস্থিতিতে তার বাবা-মা উভয়কেই সমানভাবে ভালোবাসে, তার জন্য আমরা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি।

দুই বাংলার ব্যস্ত এই অভিনেত্রী আরও বলেন, বিচ্ছেদ হতে পারে, তবে তার মানে এই নয় যে, আমরা একে অপরের শত্রু হয়ে যাব। যখন আপনি বাবা-মা হন, তখন সন্তানের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা একে অপরকে সম্মান করি এবং সন্তানের জন্য একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি।

মিথিলা ও তাহসানের দাম্পত্য ছিল দীর্ঘ ১১ বছরের। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মিথিলা ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতো সব পরিবর্তনের পরেও তাহসান এবং মিথিলার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা নিঃসন্দেহে অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা একে অপরকে সমর্থন করে যাচ্ছেন, বিশেষ করে মেয়ে আয়রার জন্য।

আয়রা বর্তমানে মিথিলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটায়। তবে তাহসান এবং মিথিলা যৌথভাবে তার অভিভাবকত্ব পালন করেন। মিথিলার বক্তব্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে, মেয়ে আয়রার ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles