1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশি স্থপতি মেরিনার সাফল্য

বাংলাদেশি স্থপতি মেরিনার সাফল্য - the Bengali Times
বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাস্সুম

যুক্তরাজ্যের গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ সমঝোতায় শেষ হতেই গত ১৬ নভেম্বর অতি গুরুত্বে গার্ডিয়ান পত্রিকায় ‘এ ৩০০ পাউন্ড মনসুন-বাস্টিং হোম: দ্য বাংলাদেশি আর্কিটেক্ট ফাইটিং এক্সট্রিম ওয়েদার’ শিরোনামে স্থান করে নিয়েছে দক্ষিণ এশিয়া থেকে প্রথম ২০২১ সালের সন্মানপূর্ণ সোয়েন মেডাল প্রাপ্ত বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাস্সুম উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য স্থানান্তরযোগ্য ক্ষুদে বাড়ী প্রকল্প।

এতে মেরিনার ভাষায়, ‘স্থপতি হিসেবে এসব মানুষের জন্য আমাদের করণীয় রয়েছে। নির্মাণ শিল্প বিশ্বের অর্ধেক কার্বন নিঃসরণ ঘটিয়ে থাকে, ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় মানুষ হয় আক্রান্ত, এমনকী কার্বন ফুটপ্রিন্টেরও বালাই থাকে না।’
২০০৫ সালে নিজস্ব উদ্যোগে মেরিনা তাবাস্সুম আর্কিটেক্টস প্রতিষ্ঠার পর ঢাকার উত্তরে বায়তুর রৌফ মসজিদ নির্মাণের ১১ বছর পর আগা খান পুরস্কার তার জন্য আন্তর্জাতিক পরিচিতি বয়ে আনে। বর্তমানে তার প্রতিষ্ঠান জাতিগত সহিংসতায় কক্সবাজারে আশ্রিত মায়ানমার থেকে বিতাড়িত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য কাজ করে যাচ্ছে। সেখানে তারা আশ্রয় শিবিরে খাদ্য বিতরণ ও নারী কেন্দ্র নির্মাণের পাশাপাশি তুলনামূলক ভিন্নতর পরিবেশে আশ্রিতদের মর্যাদা রক্ষা করে চলেছে।

- Advertisement -

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles