2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

জমি দখলের চেষ্টা, পপির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা

জমি দখলের চেষ্টা, পপির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা - the Bengali Times
মায়ের সঙ্গে পপি

স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। জানা গেছে, পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দি করেছিলেন চিত্রনায়িকা। তবে জমি সংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি।

বাবার জমি একাই ভোগ করতে চান পপি, এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

- Advertisement -

এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন।

বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

পপি জমি দখলের চেষ্টা করছেন জানিয়ে পপির মা মরিয়ম বেগম মেরি গণমাধ্যমকে বলেন, ‘পপির তো অনেক পয়সা আছে। কিন্তু আমাদের এই জমিটা তার কীসের এতো দরকার। আমরা সেটাই বুঝতে পারছি না।

তবে আমরা এটুকু বুঝতে পারছি পপি তার স্বামীর কথা মত চলছে। দুইজন মিলে আমাদের সঙ্গে আমাদের জমিটার সঙ্গে লেগেছে। আমার পাঁচটা সন্তান এবং আমি একসঙ্গে থাকি। ওর বাবা বেঁচে থাকতে তারা কিছু করেনি। পপি যেটা চাচ্ছে সেখানে তো আমার আর পাঁচটা বাচ্চারও হক আছে।
কিন্তু ওই হক সে দেবে না। একটা জমিটা নিয়ে নেবে। এটা কী করে সম্ভব?’

এর আগেও পারিবারিক জমি দখল করেন পপি। সে প্রসঙ্গে মরিয়ম বলেন, ‘আমার স্বামী আমির হোসেন জীবিত থাকা অবস্থাতেই পারিবারিক জমি ১১ কাঠার মধ্যে পপি নিজের নামে ৫ কাঠা লিখে নিয়েছিল। ওই সময় পেশী শক্তি দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছিল। উপায় না পেয়ে নায়ক আলমগীর সাহেব, জায়েদ খানসহ আরও দুয়েকজনকে জানাই। তারা পপিকে বিষয়টি সমাধানের কথা জানালেও পপি থামছেই না। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। পপি ছাড়াও আমার আরও ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের হুমকি দিচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

এদিকে থানায় করা জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles