2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

স্পর্শ করার প্রস্তাব পেয়ে লজ্জায় যা বললেন শাহরুখ

স্পর্শ করার প্রস্তাব পেয়ে লজ্জায় যা বললেন শাহরুখ - the Bengali Times
শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানকে চাক্ষুষ সাক্ষাৎ করতে মুখিয়ে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। প্রজন্মের পর প্রজন্ম তার থেকে প্রেমের ভাষা শিখেছে। পর্দায় হোক কিংবা পর্দার বাইরে— তার ব্যক্তিত্বে মুগ্ধ ভক্ত-সিনেমাপ্রেমীরা। তাই রোজ ‘মান্নাত’-এর বাইরে ভিড় জমান অনুরাগীরা।

যদি এক ঝলক দেখা যায় প্রিয় অভিনেতাকে। আর চোখের সামনে দেখা গেলে যদি একবার তাকে স্পর্শ করা যায়। আবিশ্ব এমন বহু ভক্ত-অনুরাগী রয়েছেন কিং খানের। এমনই একজন অনুরাগীর পাল্লায় পড়লেন বাদশাহ শাহরুখ খান।

- Advertisement -

যদিও পরিস্থিতি সামাল দিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। এক আলোচনাসভায় গিয়েছিলেন শাহরুখ খান। উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীদের থেকে আসে নানা রকমের মন্তব্য। এক অনুরাগী চেঁচিয়ে বলতে থাকেন—শাহরুখ, আমি তোমাকে ভালোবাসি।

উত্তরে বাদশাহ বলেন, আমিও তোমাকে ভালোবাসি। অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা বিয়ে করতে পারি। এরপরই ভিড়ের মাঝে ভেসে আসে আরেক অনুরাগীর উত্তেজিত কণ্ঠ। তিনি বলেন, শাহরুখ, তোমাকে স্পর্শ করতে চাই।

রসিকতা করতে ওস্তাদ শাহরুখ খান। কথা ঠিক কানে পৌঁছে যায় বাদশাহর। চেনা মেজাজেই উত্তর দেন তিনি, আরে, জনসমক্ষে এভাবে কেউ বলে— আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই। আমারও তো লজ্জা করে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। শাহরুখের এই উত্তর শুনে আরও একবার মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, এ মুহূর্তে কিং খান ব্যস্ত তার পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করছেন সুহানা খানও। আর এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যার।

- Advertisement -

Related Articles

Latest Articles