2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

পরীমনির সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন সেই জামিনদার

পরীমনির সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন সেই জামিনদার - the Bengali Times
ছবি সংগৃহীত

গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় জামিন পান চিত্রনায়িকা পরীমনি। গতকাল সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক হাজার টাকা মুচলেকায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন।

আদালতের জামিন আদেশের পর পরীমনির জামিননামা লেখা হয়। সেই জামিননামায় স্বাক্ষরকৃত দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।

- Advertisement -

আদালতে শুরু থেকেই পরীর পাশে ছিলেন সাদী এবং শেষে জামিনদার হিসেবে স্বাক্ষরও করেন।

এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এও গুঞ্জন ওঠে পরীমনির সঙ্গে প্রেম করছেন এই গায়ক! যদিও এর কোনো সত্যতা মেলেনি।

এমন বিষয়টি নিয়ে বিরক্ত বোধ করছেন তরুণ গায়ক।

গণমাধ্যমে শেখ সাদী বলেন, ‘পরীমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন।

পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে।’

জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীমনি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যাই। তখন তার সঙ্গে কথা হয়।

তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আরেকজন জামিনদার আমি হয়েছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles