0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

শ্রীদেবীর কন্যারা কি বিয়ে করতে চলেছে? বড় ঘোষণা দিলেন জাহ্নবী-খুশি!

শ্রীদেবীর কন্যারা কি বিয়ে করতে চলেছে? বড় ঘোষণা দিলেন জাহ্নবী-খুশি!

জাহ্নবী কাপুর ও খুশি কাপুর

বলিউডে বিয়ের মরসুম চলছে। এই মরসুমে শ্রীদেবীর দুই কন্যা, জাহ্নবী ও খুশি কাপুরের নামও জড়িয়ে পড়েছে। দুজনেই বিয়ের স্বপ্ন দেখেন এবং তাদের মনে সংসার করার ইচ্ছে জাগছে।

জাহ্নবী জানিয়েছেন, তিনি দক্ষিণী রীতি অনুযায়ী তিরুপতি মন্দিরে বিয়ে করতে চান। অন্যদিকে, খুশি তার বিয়েকে একটু আলাদা করে তুলতে চান। তিনি বলিউডের অন্যান্য তারকাদের মতো শহরের বাইরে জাঁকজমকপূর্ণ একটি বিয়ে করতে চাইতে পারেন।

- Advertisement -

এদিকে, জাহ্নবীকে শিখর পাহাড়িয়া এবং খুশিকে বেদাঙ্গ রায়না নামে দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আনা হচ্ছে। দুজনেই কপূর পরিবারের ঘনিষ্ঠ। তাই, এই গুজব আরও জোরালো হয়ে উঠেছে।

যদিও জাহ্নবী ও খুশি এখনও এই বিষয়ে কিছু বলেননি, তবে তাদের মায়ের মতোই তারাও সুখী পরিবার গড়তে চান।

 

- Advertisement -

Related Articles

Latest Articles