2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

নতুন বছরে নতুন প্রেমে মজেছেন মিমি!

নতুন বছরে নতুন প্রেমে মজেছেন মিমি! - the Bengali Times

নায়িকা মিমি চক্রবর্তী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী। কাজের ফাঁকে রাজনীতিতেও সরব এই অভিনেত্রী। সবকিছু নিয়ে প্রকাশ্যে কথা বললেও প্রেমজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ নায়িকার।

একটা সময় মিমির প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। এমনকি গত কয়েক বছর ধরেই নিজেকে সিঙ্গেল বলেও দাবি করছেন নায়িকা। তবে এবার ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার বান্ধবী পার্ণো মিত্র।

- Advertisement -

বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান সেখানকার ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে শেয়ার করেন। এবার মিমি গিয়েছিলেন সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলো নিয়েই তৈরি হয়েছে মিমির প্রেমের গুঞ্জন।

মিমির ছবিগুলো কে তুলে দিল, যদিও ক্রেডিটে কারও নাম লেখেননি তিনি। শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি। আর তা নিয়েই নানান প্রশ্ন জেগে উঠেছে নেটিজেনদের মনে।

মিমির একটি ছবিতে কমেন্ট করেন পার্ণো মিত্র। সেখানে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

- Advertisement -

Related Articles

Latest Articles