1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেতেন, সেই ভারতী এখন কত টাকার মালিক?

ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেতেন, সেই ভারতী এখন কত টাকার মালিক? - the Bengali Times
ভারতী সিং

 

ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ও উপস্থাপিকা ভারতই সিং, যার জীবন সংগ্রামের কাহিনি সত্যিই অনুপ্রেরণামূলক। ছোটবেলায় বাবাকে হারানোর পর তার মা একাই সংসার চালাতেন।

- Advertisement -

পরিচারিকার কাজ করে তিন সন্তানকে বড় করেছেন। দারিদ্র্যের মধ্যেও হার মানেননি ভারতী। জীবনের সেই কঠিন সময়কে পেছনে ফেলে আজ তিনি কোটি টাকার মালিক।

সংগ্রামের শুরু ভারতীর ছোটবেলাটা ছিল চরম দারিদ্র্যের মধ্যে। এমনকি খাবারের অভাব এতটাই ছিল যে, একসময় তাকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে হয়েছিল। কিন্তু প্রতিভা আর কঠোর পরিশ্রমের জোরে ভাগ্যকে বদলে দেন তিনি। কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর একের পর এক রিয়েলিটি শো ও স্ট্যান্ডআপ শোতে অংশগ্রহণ করে নিজের জায়গা পাকা করেন।

ভারতী সিং এখন একজন সফল কৌতুক অভিনেত্রী, উপস্থাপিকা এবং টিভি ব্যক্তিত্ব। বিভিন্ন শো থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ রোজগার করেন। ২০২৪ সালের হিসাবে, ভারতী সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ৫৬ কোটি ৮৪ লাখেরও বেশি।

ভারতীর উপার্জনের উৎস

১. শো-এর পারিশ্রমিক: বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ এবং সঞ্চালনার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পান ভারতী।

২. ব্র্যান্ড এনডোর্সমেন্ট: বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন তিনি।

৩. ইউটিউব চ্যানেল: ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার যৌথ ইউটিউব চ্যানেল ‘ভারতী টিভি’-এর ভিউয়ারশিপ প্রচুর। এখান থেকেও আয় হয়।

৪. ইভেন্টস ও লাইভ শো: ভারতের পাশাপাশি বিদেশেও লাইভ পারফরম্যান্স করেন ভারতী।

খোলামেলা দৃশ্যের কারণে ‘আশিকি ৩’ থেকে বাদ তৃপ্তি দিমরি! খোলামেলা দৃশ্যের কারণে ‘আশিকি ৩’ থেকে বাদ তৃপ্তি দিমরি!
ভারতী এখন মুম্বাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। তার কাছে একাধিক দামি গাড়ি রয়েছে, যার মধ্যে অন্যতম মার্সিডিজ বেঞ্জ ও অডি কিউ৭।

ভারতী সিংয়ের জীবনকাহিনি প্রমাণ করে, প্রতিভা, পরিশ্রম এবং সংকল্প থাকলে যে কেউ দারিদ্র্যের অন্ধকার থেকে আলোতে আসতে পারেন। তার যাত্রা নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles