-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

স্বপ্নের বাড়ি পুড়তে দেখে হাউমাউ করে কাঁদলেন প্যারিস হিলটন

স্বপ্নের বাড়ি পুড়তে দেখে হাউমাউ করে কাঁদলেন প্যারিস হিলটন - the Bengali Times
ছবি সংগৃহীতI

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ১০ হাজারের বেশি স্থাপনা ভস্মীভূত হয়েছে। যার মধ্যে ছিল অভিজাত এলাকা মালিবুতে অবস্থিত অভিনেত্রী প্যারিস হিলটনের বিলাসবহুল বাড়ি। দাবানলে তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সে দৃশ্য টিভিতে দেখে হাউমাউ করে কেঁদেছেন এই অভিনেত্রী। খবর নিউজউইকের।

নিজের পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্যারিস হিলটন। লিখেছেন, ‘আমি এখন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেটা আমার স্বপ্নের বাড়ি ছিল। কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। প্রথম যখন খবরটা পেলাম, আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে।’

- Advertisement -

অভিনেত্রীর কথায়, ‘এটা শুধু আমার বাড়ি ছিল না। এই সেই বাড়ি যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি-কেঁদেছি। পুরো পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছি। যে বাড়ির প্রতিটা কোণায় কোণায় ভালোবাসার চিহ্ন রয়েছে। সেই বাড়ি এভাবে ছাইয়ে পরিণত হয়ে গেছে।’

শুধু প্যারিস হিলটনই নন, মিলো ভেন্টিমিলিয়া, জেফ ব্রিজেস, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, রিকি লেক, মেল গিবসনের মতো অভিনেতা-অভিনেত্রীরাও লস অ্যাঞ্জেলেসের দাবানলে তাদের বাড়ি হারিয়েছেন।

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের সর্বগ্রাসী দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles