9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

সেই রাতে প্রেমিক এসেছিল অভিনেত্রী হিনার বাড়িতে, কি করেছিল?

সেই রাতে প্রেমিক এসেছিল অভিনেত্রী হিনার বাড়িতে, কি করেছিল? - the Bengali Times
হিনা খান

স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। গত বছর হঠাৎ মারণরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এখন সে তৃতীয় স্টেজে আছে। যেদিন প্রথম ক্যানসারের কথা জানতে পারলেন, কী প্রতিক্রিয়া ছিল হিনার, সম্প্রতি এক নাচের রিয়্যালিটি শোতে তাকে এমন প্রশ্ন করেন বিচারক গীতা কাপুর। অনুষ্ঠানে উপস্থিত হিনার উত্তরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানের বাকি বিচারকেরাও।

হিনা জানান, প্রথম যে দিন ক্যানসারের কথা জানতে পারলেন, সে দিন তার প্রেমিক রকি জয়সওয়াল বাড়িতে এসেছিলেন। চিকিৎসক নিজে হিনাকে এই রোগের কথা বলে উঠতে পারেননি।

- Advertisement -

অভিনেত্রী বলেছেন, যে দিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজেটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে।

রিপোর্ট নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না হিনা। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার আগে ভাইকে ফালুদা নিয়ে আসতে বলেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন, মিষ্টি কিছু খেলে ভাল খবরই পাবেন।

হিনার কথায়, “ভেবেছিলাম বাড়িতে মিষ্টি কিছু খাবার আনালে সব ভাল হবে।”

গত বছর ২৮ জুন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন হিনা। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন ধাপও একে একে তুলে ধরেছিলেন হিনা। প্রথম থেকেই জানিয়েছিলেন, মনের জোর তিনি রাখবেন। রোগ ঝেঁকে বসলেও, কাজ চালিয়ে যাবেন, কারণ কাজই তাকে মনের জোর দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles