5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘বিয়ে করলেই সংসার হয় না’

‘বিয়ে করলেই সংসার হয় না’ - the Bengali Times
জয়া আহসান

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ের সাবলীল দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই; কিন্তু তার ব্যক্তি জীবন নিয়ে অনেকের আগ্রহ রয়েছে।

১৯৯৮ সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্যের ইতি টানেন তিনি; এরপর আর বিয়ে করেননি।

- Advertisement -

প্রায় এক যুগ ধরে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন জয়া। তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল, সংসারে তার কি মন নেই?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া। অভিনেত্রী জানান, ‘আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।’

জয়া আরও বলেন, ‘আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।’

কাদের নিয়ে জয়ার সংসার, তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছপালা- সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন-যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।’

- Advertisement -

Related Articles

Latest Articles