2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা

সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা - the Bengali Times
হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা ছবি সংগৃহীত

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের খবরে গত কয়েক দিন বিনোদনপাড়া চাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় তাহসান ও নববধূ রোজা আহমেদ। নেটিজেনরা শুভ কমনা জানাচ্ছেন তাদের। এরই মধ্যে আজ মঙ্গলবার হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি।

এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।

- Advertisement -

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।

বিয়ের পরপরই তাহসান ভক্তদের জন্য আসলো আরো এক সুখবর। জানা গেছে, এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তাহসান। শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান।

হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা।

গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই; নির্মাণ করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles