21.7 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা কানাডা ও যুক্তরাজ্যের

- Advertisement -

 

বেইজিং অলিম্পিকে কূটনীতিক পাঠাবে না কানাডা ও যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের দেখানো পথে হেঁটে এবার বেইজিং শীতকালীন অলিম্পিকে কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য ও কানাডা। বুধবার আনুষ্ঠানিকভাবে আসে এ ঘোষণা। চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় দেশ দুটি।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যুক্তরাজ্যের কোনো কূটনীতিক অংশ নেবেন না আসন্ন অলিম্পিকে। একই পদক্ষেপ ঘোষণা করেছে কানাডাও। জিনজিয়াংয়ে, উইঘুর সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিস্তারিত দেখুন: কূটনৈতিকভাবে বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা কানাডা-যুক্তরাজ্যের

অবশ্য, বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে নিজ দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করেছে দু’দেশই। এর আগে, শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ড।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles