-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সারজিসের বিরুদ্ধে অভিযোগের ভুয়া ভিডিও ভাইরাল, গণমাধ্যমকে যা বললেন সমন্বয়ক মিতু

সারজিসের বিরুদ্ধে অভিযোগের ভুয়া ভিডিও ভাইরাল, গণমাধ্যমকে যা বললেন সমন্বয়ক মিতু - the Bengali Times
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াছমিন মিতুকে কেন্দ্র করে তৈরি করা হয়। তবে অনুসন্ধান চালিয়ে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে যে এটি একটি সম্পাদিত ও মিথ্যা ভিডিও, যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হয়েছে।

এই প্রসঙ্গে ইয়াছমিন মিতুও গণমাধ্যমে স্পষ্ট করেছেন যে ভিডিওটি ভিত্তিহীন। তিনি জানান, একটি পুরোনো অডিও ক্লিপ তার ভিডিওর সাথে মিলিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি সারজিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।

- Advertisement -

মিতু বলেন, এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমি ভাইয়ার ছোট বোন এবং জুনিয়র। ভিডিওটির মাধ্যমে মিথ্যা প্রচার চালানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনে ব্যস্ত ছিলেন এবং একটি সাক্ষাৎকারে দিনটি উদযাপন নিয়ে কথা বলেছিলেন। পরে সেই ভিডিওর কিছু অংশ সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়।

মিতুর দাবি, “সত্যকে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই, তারা যেন খবর পরিবেশনের সময় আরো দায়িত্বশীল হয়।”

তিনি জানান, রিউমার স্ক্যানার ইতিমধ্যে ভিডিওটির মিথ্যা প্রমাণ করেছে এবং বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

মিতু বলেন, “আমি সকলের প্রতি অনুরোধ করছি, সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর কিছু শেয়ার করবেন না। আপনারা যদি আমাকে নিয়ে জানতে চান, আমার সাথে সরাসরি কথা বলুন বা আমার কার্যক্রম পর্যবেক্ষণ করুন।”

- Advertisement -

Related Articles

Latest Articles