
উর্বশী রাউতেলা ও নন্দমুরি বালাকৃষ্ণ
নায়কের বয়স ৬৪ বছর। তার সঙ্গে কোমর দুলিয়ে উদ্দাম নাচ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। এর জেরে নেটিজেনদের একাংশের রোষানলে নায়িকা। কেউ কেউ বলছেন, বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা?
বর্তমানে বলিউড সিনেমায় খুব বেশি দেখা যায় না উর্বশীকে। তবে সোশ্যালে বেশ সক্রিয় অভিনেত্রী। আবার ঋষভ পান্থের সঙ্গে মাঝেমধ্যেই তার নাম জড়িয়ে নানা রটনা রটে। আর এবার তা রটল তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর একটি গানের জন্য। অভিযোগ উঠেছে, তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে উর্বশী যেভাবে নেচেছেন তা অশালীন।
সোশ্যালে সেই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি যিনি করুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারে? অত্যন্ত জঘন্য।’ উর্বশী নিজেও এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সেই প্রশ্নও উঠেছে।
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন উর্বশী। তবে তার ক্যারিয়ারে হিট সিনেমার দেখা নেই। ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমার মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।