1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাকিবের বায়োপিক বানাতে চান সৃজিত

সাকিবের বায়োপিক বানাতে চান সৃজিত - the Bengali Times

‘বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান’এটাই যেনো বার বার খেলার মাধ্যমে প্রমাণ করে সাকিব আল হাসান। সারা বিশ্ব জুড়েই পাওয়া যাবে সাকিবের অগনিত ভক্ত। পাকিস্তান সিরিজের শেষ টেষ্ট ম্যাচে মাঠে সাকিব আল হাসান শেষ অবদি লড়াই চালিয়েছেন। তার এ লড়াই ছিলো জাতীয় দলকে পাকিস্তানের কাছে ইনিংস পরাজয় থেকে বাঁচানোর এবং হারা ম্যাচ ড্র করার লড়াই।

- Advertisement -

দ্বিতীয় ইনিংসের প্রথমে মুশফিক-লিটন, পরে মুশফিক-সাকিব এবং শেষ অংশে সাকিব-মিরাজ – তাদের লড়াই সংগ্রামের শেষ অংশটা একদমই সাকিবকেন্দ্রিক হয়ে থাকলো।

বরাবরের মতো দক্ষ্য ব্যাটিংয়ে সাকিব আল হাসান আজ শেরেবাংলায় ছিলেন অন্য ভূমিকায়। আর গেলারির দক্ষিণ দিকের বেক্সিমকো করপোরেট বক্স এবং পরে প্রেসবক্সে বসে সাকিবের সেই প্রাণপণ লড়াই দেখেছেন ‘বাংলাদেশের জামাই’নামে পরিচিত কলকাতার নামি চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি। সঙ্গে ছিলেন তার বাংলাদেশী স্ত্রী, অভিনেত্রী মিথিলা।

এসময় সাংবাদিকদের সঙ্গে সৃজিত-মিথিলা খেলা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উঠে আসে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছে আছে নাকি, এমন প্রশ্নে। জবাবে সৃজিত জানান, সাকিব আল হাসানকে নিয়ে তার বায়োপিক তৈরির ইচ্ছে আছে এবং তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের একজন বড় ভক্ত।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (৮ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে সাকিবের ব্যাটিংয়ের একটি ছবি দিয়ে লিখেন, ‘সাকিব- আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।’ যদিও সাকিব এখন তার সেরা ছন্দে নেই । ঢাকা টেস্টের প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে অবশ্য কিছুটা সময় লড়লেন। ফিরলেন ৩৩ রানে। তবে তার পুরো ক্যারিয়ারটাই সাফল্যে মোড়ানো।

মিরপুরের মাঠে খেলা দেখতে দেখতে সৃজিত ফিরে গেলেন অতীতেও। বাবর আজম, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলা দেখতে দেখতে নস্টালজিক তিনি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আরেক স্ট্যাটাসে তিনি লিখলেন, ‘১৪ বছর আগে এই দিনেই চিন্নাস্বামীর মাঠে আমি পাকিস্তানকে শেষবার টেস্ট ম্যাচ খেলতে দেখেছিলাম, যেখানে একজন নির্দিষ্ট সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং আলোকিত করেছিলেন।’

সৃজিত মুখার্জির পূর্ব পুরুষরা যে বাংলাদেশি সেটা অনেকেরই জানা। ভারতীয় এই নামী চিত্র পরিচালকের সঙ্গে ১০ ডিসেম্বর ২০১৯ সালে বিনোদন-জগতের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে দিয়ে নতুন সম্পর্কও হয় বাংলাদেশের। অবশ্য তার আগে থেকেই বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখতেন বলে জানান সৃজিত। আর সৃজিত যে ক্রিকেটের বড় ভক্ত সেটা তো নতুন কোন খবরও নয়। সামনেই আসছে তার পরিচালনায় ক্রিকেটার মিতালি রাজের বায়োগ্রাফি ‘সাবাশ মিতু’!

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles