6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

নিস্তব্ধতার গান

নিস্তব্ধতার গান - the Bengali Times
নিস্তব্ধতার গান

নিঝুম রাত এখন

দিনমান ধরে শহরটা বড় বেশী নিস্তব্ধ ছিলো

- Advertisement -

এখনও তা আছে,

কত ক্রোশ দূর থেকে বার্তা পাঠাও

সূধী কেমন আছো?

আজ তুষারস্নাত পথে একলা হেঁটেছি

শহরের মানুষগুলো চলে গেছে উৎসবে

সব ঠান্ডা সাথে করে নিয়ে,

মনে পড়ে গেল ঈদের দিনের কথা

এমনই শূন্য শহর

তুমি ভালোবাসা জানাতে

ছোট্ট উপহার দিয়ে।

সব দিনইতো একই

তা হোক বড় দিন কিম্বা ঈদের দিন

সব শুভেচ্ছা একইতো

সব ভালোবাসাও,

প্রসারিত করো দু’হাত

তুমি আমি সে

থেকোনা দাঁড়িয়ে।

—–নিস্তব্ধতার গান - the Bengali Times

ইয়োলোনাইফ, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles