18.4 C
Toronto
শনিবার, আগস্ট ১৩, ২০২২

রিতেশের নয়া ইনিংসেও সঙ্গী জেনেলিয়া

- Advertisement -

জনপ্রিয় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। খুব শিগগির পরিচালক হিসেবে নিজের নয়া ইনিংস শুরু করবেন। এতেও সঙ্গে থাকছেন স্ত্রী জেনেলিয়া ডিসুজা।

২০০৩ সালে ‘তুজে মেরি কসম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রিতেশের। এতে তার বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া। পরিচালক হিসেবে প্রথম সিনেমাতেও নায়িকা হিসেবে থাকছেন তার ঘরণী।

জানা গেছে, রিতেশ পরিচালিত এই সিনেমার নাম ‘ভের’। মারাঠি এই শব্দের অর্থ পাগলামি। নতুন ইনিংস শুরুর আগে সকলের আশীর্বাদ চেয়েছেন এই অভিনেতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছবির পোস্টার প্রকাশ করে লিখেছেন, ‘২০ বছর সামনে থাকার পর প্রথমবার ক্যামেরার পেছনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমার প্রথম মারাঠি সিনেমা পরিচালনা করছি, আপনাদের শুভ কামনা ও আশীর্বাদ চাই। এই পথ চলা ও পাগলামির অংশ হোন। ভেড় (পাগলামি)।’

নতুন এই পথচলায় রিতেশকে সাধুবাদ জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি লিখেছেন, ‘দারুণ খবর। শুভ কামনা, ছোট ভাই!’

অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জেনেলিয়া জানান, প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। শুধু তাই নয়, ‘ভেড়’ তার প্রথম মারাঠি সিনেমা।

পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন রিতেশ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জিয়া শঙ্কর। আগামী আগস্টে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles