9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

স্ত্রীকে বসের শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব স্বামীর, অতঃপর…

স্ত্রীকে বসের শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব স্বামীর, অতঃপর… - the Bengali Times
শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব প্রতীকী ছবি

নিজের স্ত্রীকে অফিসের বসের শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিলেন স্বামী। স্বামীর এমন বাজে আদেশ পালনে নারাজ হওয়ায় স্ত্রীর ভাগ্যে জুটল তালাক। এ ঘটনায় স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। এ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, স্বামী সোহেল শেখ পেশায় একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। একটি পার্টি চলাকালীন এমন কুপ্রস্তাব দেন খোদ নিজের স্ত্রীকে। যার বিরোধীতা করেন স্ত্রী। ফলস্বরূপ তাকে তালাক দেন সোহেল।

- Advertisement -

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে করেন অভিযুক্ত স্বামী। তারপর থেকেই চলত স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযুক্তের স্ত্রীর দাবি, বিয়ের প্রথম তিন মাস সম্পর্ক ঠিক থাকলেও, তারপর থেকে গণ্ডগোল বাঁধতে শুরু করে তাদের মধ্যে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সেটি লুকিয়েছিলেন দ্বিতীয় স্ত্রীর কাছে।

অভিযোগে জানা যায়, বিয়ের পর প্রথম স্ত্রীর কাছ থেকে ‘মুক্তি’ পেতে দ্বিতীয় স্ত্রীর কাছে ১৫ লক্ষ টাকা দাবি করেন সোহেল। আর তা দিতে নারাজ হলেই তাতে ফাটল ধরে তাদের সম্পর্কে। টাকার জন্য নাকি বারংবার জোরাজুরি চালাত সোহেল, এমনটাই অভিযোগ তার দ্বিতীয় স্ত্রীর।

এ ঘটনায় গড়ায় অফিসের একটি পার্টিকে কেন্দ্র করে। বসের সঙ্গে বেডরুমে যেতে হবে বলে স্ত্রীকে কুপ্রস্তাব দেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, কাটাতে হবে রাতও। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান স্ত্রী। মুখের উপরেই সাফ অস্বীকার করে দেন তিনি। এরপরই ক্ষেপে গিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন অভিযুক্ত স্বামী। পাল্টা থানায় চলে যান স্ত্রী। তবে এই অভিযোগের ভিত্তিতে এখনও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলেই জানা গিয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles