-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

কী কারণে সালমানকে থাপ্পড় মেরেছিল অপরিচিত এক মেয়ে?

কী কারণে সালমানকে থাপ্পড় মেরেছিল অপরিচিত এক মেয়ে? - the Bengali Times
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান তার ক্যারিয়ারের দীর্ঘ সময়ে নানা কারণে আলোচিত হয়েছেন। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমা এবং পার্টি—সব কিছু নিয়েই সামাজিক যোগাযোগ প্রচুর আলোচনা হয়। ভাইজানের রাগের কথা সবারই জানা। তবে তার উদারতা এবং সহিষ্ণুতা সম্পর্কেও অনেক গল্পও শোনা যায়। ১৫ বছর আগে দিল্লির একটি হোটেলে ঘটেছিল এমনই এক ঘটনা।

২০০৯ সালে সালমান খান তার ভাই সোহেল, সুস্মিতা সেন, শিবানী কাশ্যপ এবং অন্যান্য বন্ধুদের নিয়ে দিল্লির একটি হোটেলে একটি জমকালো পার্টি আয়োজন করেছিলেন। সেই পার্টিতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, যা এখনো বলিউডের আলোচনার মধ্যে রয়েছে। ঘটনাটি ছিল, এক অচেনা মেয়ে মাতাল অবস্থায় হঠাৎ সালমান খানকে থাপ্পর মেরে বসেছিল।

- Advertisement -

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পার্টি চলাকালীন সেই মাতাল মেয়েটি হোটেলের ভেতরে প্রবেশ করে সালমানের অতিথিদের গালিগালাজ করতে শুরু করে। মেয়েটির আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক,পার্টির পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। এক সময়, ওই মেয়ে সালমানের সামনে চলে আসে এবং তাকে থাপ্পড় মারে। এ সময় সালমান খান সবার চোখে একটি বিরল দৃশ্য উপস্থাপন করেন। তিনি রেগে গিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মেয়েটিকে ছেড়ে দেন। তিনি দেহরক্ষীকে বলেছিলেন মেয়েটিকে বাইরে যেতে দেওয়ার জন্য। সালমান খান এটাও জানিয়েছিলেন মেয়েটি মাতাল ছিল। তার অবস্থার কারণে তাকে ক্ষমা করা উচিত।

ঘটনাটি বেশ নাটকীয় ছিল কিন্তু সালমান খানের প্রতিক্রিয়া সবাইকে অবাক করে দিয়েছিল। তার প্রতিক্রিয়া ছিল একদম শান্ত। তিনি জানতেন, একদিকে মেয়েটি একজন নারী, অন্যদিকে মাতাল অবস্থায় ছিল, তাই তাকে কোনো রকম উত্তেজিত হওয়া বা রেগে যাওয়া উচিত নয়। সালমান খান নিজে এই ঘটনাটির পর অনেকটা নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles