6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

চলন্ত ট্রেনে ঝুলে ভিডিও তৈরি করতে গিয়ে ছিটকে পড়লেন তরুণী

চলন্ত ট্রেনে ঝুলে ভিডিও তৈরি করতে গিয়ে ছিটকে পড়লেন তরুণী - the Bengali Times
সংগৃহীত ছবি

ঘটনাটি শ্রীলঙ্কার সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ ট্রেন রুটের। এক পর্যটক চীনা তরুণী ট্রেনের দরজায় ঝুলে বন্ধুকে দিয়ে রিল বানাচ্ছিলেন। এমন সময়ই ঘটে দুর্ঘটনা। রেললাইনের ধারের গাছগাছড়ায় ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন ওই তরুণী। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

দ্য সানের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শ্রীলঙ্কার একটি ট্রেনে ওই ভিডিও বানাতে গিয়ে এমন ঘটনা ঘটে। চীন থেকে ওই পর্যটক সেখানে ঘুরতে গিয়েছিলেন। ওই চীনা তরুণী পর্যটক শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে একটি চলন্ত ট্রেনে গিয়ে ভিডিও বানানোর সময় হঠাৎ করে একটি গাছের ঝোপের সঙ্গে বাড়ি খায়। এতে সে সঙ্গে সঙ্গেই ছাদ থেকে পড়ে যায়। যদিও সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।

- Advertisement -

জানা গেছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন যাত্রী ওই তরুণী পর্যটককে সাহায্যের জন্য দুর্ঘটনা স্থলে যায়। তারা সেখানে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী গাছের সঙ্গে বাড়ি খেয়ে একটি ঝোপের মধ্যে পড়ে যায়। ফলে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পুলিশ আরও জানায়, তারা সব সময়ই পর্যটকসহ যাত্রীদের নিরাপত্তায় সতর্ক করে থাকে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে রিল ভিডিও তৈরি এখন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে ভাইরাল হওয়ার নেশায় বিপজ্জনক স্থানে গিয়ে এসব ভিডিও তৈরি করে। তেমনই একটি ভিডিও বানাতে চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত ছিটকে পড়লেন ওই তরুণী।

- Advertisement -

Related Articles

Latest Articles