-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে, তার অনুপস্থিতিতেই বিচার চলবে

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে, তার অনুপস্থিতিতেই বিচার চলবে - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

এছাড়া বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

- Advertisement -

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, ‘আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।‘

শেখ হাসিনা প্রসঙ্গে টবি ক্যাডম্যান বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি না ফেরত দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে।‘ তবে ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles