
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যে ভারতের রাজনীতিবিদদের তীর্যক মন্তব্য এ উত্তপ্ত সম্পর্কে নতুন করে ঘি ঢালার মতো সৃষ্টি করছে। এবার তেমনই তীর্যক বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এত বড় হিম্মত কারোর নেই যে- বাংলা-বিহার-উড়িষ্যা দখল করবে, আপনারা কলকাতা দখল করবেন আর আমরা ললিপপ চুষবো?’
সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি এমন মন্তব্য করেন। এসময় রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন।’
মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘যারা বলছেন দখল করবেন তাদের বলব সুস্থ থাকুন। আমরা অখণ্ড ভারত, এই জায়গা কেউ ভাঙতে পারবেন না।’
বিধানসভায় তিনি বলেন, ‘আমি সীমান্ত নিয়ে কোনও কথা বলব না, যারা দখল করার কথা বলছেন তাদের বলব, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আমাদের নেই। আজ কেন্দ্রীয় সচিবদের বৈঠক আছে। সেই বৈঠক সুরাহা হোক।’
এই পরিপেক্ষিতে তিনি বিধানসভায় আরও বলেন, ‘এখানে অনেকে আসতে চাইছে। সীমান্ত রক্ষা আমার কাজ নয়, তাই আমি কিছু বলব না। শুধু বলব কেন্দ্র সরকার এই প্রসঙ্গে যা সিদ্ধান্ত নেবে তা আমরাও সমর্থন করব।’
এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযমের আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটি উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে, আমরা আপনাকে নিষিদ্ধ অথবা গ্রেপ্তার করব। তবে আমি আপনাদের অনুরোধ জানাই। অনেক ভুয়া ভিডিও ঘুরে বেড়াচ্ছে। একটি রাজনৈতিক দল আগুন জ্বালানোর চেষ্টা করছে। উভয় সম্প্রদায়কেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’
‘যারা বাংলাদেশ ইস্যু নিয়ে রাজনীতি করার কথা ভাবছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে এটি আপনার রাজ্য এবং আপনার বন্ধুদেরও ক্ষতি করবে,’ বলেন তিনি।