-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

সারজিসকে কি অফার করেছিল আওয়ামী লীগ?

সারজিসকে কি অফার করেছিল আওয়ামী লীগ? - the Bengali Times
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম

কোটা আন্দোলন চলাকালীন ওই সময় আওয়ামী লীগ থেকে সারজিস ও তাঁর পরিবারকে কি অফার দেওয়া হয়েছিল তা নিয়ে এবার বেসরকারী একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে সারজিস বিস্তারিত বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যেকোন কিছু অফার করতে রেডি ছিল। আপনি টাকার যে অঙ্ক বসাতেন ওরা সেটি আপনাকে দিত।যেকোন কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ।

- Advertisement -

অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সারজিস বলেন,যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সারজিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তাঁরা সবািই একসাথে বসে, সেখান থেকে সারজিসের বাবাকে ফোন করেন। শুধুমাত্র শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের বাকি সব নেতার ফোন করে বলেন, সারজিস যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোন ইস্যু না, ক্ষমতা কোন ইস্যু না,আসন কোন বিষয় না দেশের বাহিরে যা চায়, সব দেওয়া হবে শুধু সারজিসের যারা কাছের তাঁদের নিয়ে গণভবনে যেতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles