-0.5 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

দুই চারটা মন্ত্রী আমার পকেটেও থাকতো : অভিনেত্রী রোমানা স্বর্ণা

দুই চারটা মন্ত্রী আমার পকেটেও থাকতো : অভিনেত্রী রোমানা স্বর্ণা - the Bengali Times
অভিনেত্রী রোমানা স্বর্ণা

গেল পাঁচ বছর ধরে আমার পরিবারের সাথে অন্যায় করা হয়েছে। আমার ইমেজ নষ্ট করা হয়েছে। এতদিনের ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি এসব কথা দর্শক শুভাকাঙ্খীদের জানাতে এখানে এসেছি।

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা।

- Advertisement -

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন স্বর্ণা।

২৮টি বিয়ে করা নিয়ে জানতে চাইলে স্বর্ণা বলেন, ‘জুয়েল আমার দ্বিতীয় স্বামী। তবে আমার নামে মামলাসহ ২৮টি বিয়ে করার কথা রটানো হয়েছিল, যেগুলো ভিত্তিহীন। এই বিয়েগুলোর প্রমাণ আজও দিতে পারেনি। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ করুন। র্যাব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার ২৮টা বিয়ে। আমি পারসোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি, যদি সেটাই হতো তাহলে দুই একটি মন্ত্রী আমার পকেটেও থাকতো। কারণ আমি একজন সেলিব্রেটি ছিলাম।’

রোমানা স্বর্ণা অভিনীত সর্বশেষে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্ম পাতার জল’ ও ‘রান আউট। ২০১৫ সালে সিনেমা দুটি মুক্তি পায়। এতে অভিনয় করে দর্শকের নজরও কেড়ে ছিলেন এই অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা ‘আউট অব দ্য বক্স’।

- Advertisement -

Related Articles

Latest Articles