-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার

ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার - the Bengali Times
কামিলা বেলিয়াতস্কায়া

সমুদ্রপাড়ে যোগব্যায়ামের অনুশীলন করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেত্রীর। গত ২৯ নভেম্বর দেশটির একটি পর্যটন স্পটে ঘটে এ ঘটনা। মৃত্যুকালে কামিলার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

যেখানে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা।

পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়।

একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles