4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

যুবকদের হৃদয় ভাঙার খবর দিলেন লাস্যময়ী নায়িকা, পাত্র কে?

যুবকদের হৃদয় ভাঙার খবর দিলেন লাস্যময়ী নায়িকা, পাত্র কে? - the Bengali Times
অভিনেত্রী কীর্তি সুরেশ

লাখো তরুণ-যুবকের হৃদয় ভেঙে অবশেষে নিজের বিয়ের ঘোষণা দিলেন ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দিনক্ষণ জানানোর পাশাপাশি বিয়ের অনুষ্ঠান কোথায় হবে- সে কথাও জানিয়েছেন।

‘মিস ইন্ডিয়া’ খ্যাত দক্ষিণি সিনেমার এই নায়িকা জানিয়েছেন, তিনি তার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন।

- Advertisement -

শুক্রবার তিরুপতি মন্দির দর্শনের সময় তিনি এ সুখবরটি শেয়ার করেন। জানিয়েছেন, তাদের বিয়ের অনুষ্ঠান আগামী মাসে গোয়ায় অনুষ্ঠিত হবে।

কীর্তি বলেছেন, ‘আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। সেই জন্য আমি শ্রীভরুর দর্শনে এসেছিলাম। বিয়ের অনুষ্ঠান গোয়ায় হবে’।

৩২ বছর বয়সি এই নায়িকার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, দিওয়ালির সময় তারা একসঙ্গে আকাশে পটকার ঝলকানি দেখছেন।

যার ক্যাপশনে কীর্তি লিখেছেন, ‘১৫ বছরের সম্পর্ক চলছেই… সবসময় সঙ্গে ছিল অ্যান্টনি ও কীর্তি’।

কীর্তি সুরেশ তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। তবে ২০১৩ সালে মালয়ালাম সিনেমা গীতাঞ্জলি দিয়ে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন কীর্তি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ইধু এন্না মায়াম, রেমো, সরকার, থানা সের্ন্ধা কুট্টাম, মিস ইন্ডিয়া ইত্যাদি।

তার সর্বাধিক প্রশংসিত কাজগুলোর মধ্যে অন্যতম হলো- মহানতি। যেখানে তিনি কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে শীঘ্রই বলিউডে অভিষেক করতে চলেছেন কীর্তি, তার বেবি জন সিনেমার মাধ্যমে। এতে তার সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়াও কীর্তির হাতে রয়েছে রিভলভার রিটা এবং কান্নিভেদি-র মতো ব্যয়বহুল প্রজেক্ট।

এসবের মাঝেই ভক্তরা তার বিয়ের খবর ঘিরে উচ্ছ্বসিত এবং হৃদয়ভগ্নও বটে। কারণ এই নায়িকা বেশ কয়েক বছর ধরেই গোটা ভারতবর্ষের লাখো যুবকের ক্রাশে পরিণত হয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles