-3.4 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

হত্যার পর প্রেমিকার লাশের সঙ্গে দুদিন কাটান যুবক

হত্যার পর প্রেমিকার লাশের সঙ্গে দুদিন কাটান যুবক - the Bengali Times
ছবি এনডিটিভি

ভ্লগার প্রেমিকাকে হত্যা করে তার মরদেহের সঙ্গে দুই দিন কাটানোর পর এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ঘটে গেছে এমনই এক ভয়াবহ অপরাধের ঘটনা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভ্লগার মায়া গগোইকে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে হত্যা করেন তার প্রেমিক আরাভ হ্যানয়।

- Advertisement -

তবে এরপরই একটি ভয়ঙ্কর মোড় সামনে আসে। পুলিশ বলছে যে, হত্যাকারী ওই অ্যাপার্টমেন্টে মৃতদেহের সঙ্গে দুই দিন কাটিয়েছেন।

এখন পর্যন্ত পুলিশি তদন্তে জানা গেছে যে, প্রেমিক ও অভিযুক্ত আরাভ হ্যানয় মায়া গগোইয়ের মৃতদেহের সঙ্গে দুই দিন কাটিয়েছিলেন এবং বেশিরভাগ সময় তিনি মৃতদেহের সামনে বসেই সিগারেট খেয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশের দুটি বিশেষ টিম অভিযুক্তকে ধরার জন্য অভিযান চালায়। তবে আরাভকে কর্ণাটকের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। যা ইঙ্গিত করে যে, তিনি তার প্রেমিকাকে হত্যার পর এই রাজ্য থেকে পালিয়ে গিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসাম থেকে আসা মায়া গগোই তার বোনের সঙ্গে বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায় থাকতেন। শুক্রবার রাতে অফিস পার্টি থাকার কথা বলে মায়া বাসায় ফিরবেন না বলে জানান।

শনিবার রাতে ফের একটি বার্তা পাঠিয়ে জানান যে, তিনি পার্টিতে আছেন এবং বাসায় ফিরবেন না।

মায়ার বোন পুলিশকে জানিয়েছেন, আরাভ এবং মায়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়।

এদিকে হত্যার পর আরাভ হ্যানয় ওই অ্যাপার্টমেন্ট থেকে একটি ট্যাক্সি নিয়ে বেঙ্গালুরুর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের মেজেস্টিক এলাকায় যান এবং তার ফোন বন্ধ করে দেন।

ঘটনার পরবর্তী পদক্ষেপ হিসেবে পুলিশ এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনের জন্য আরাভকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে মায়ার পরিবার ও সমাজে এ ঘটনা গভীর শোকের ছাপ ফেলেছে। কর্ণাটকের আইন ও নিরাপত্তা বিভাগ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেষ্ট।

কর্ণাটক পুলিশ এমন মর্মান্তিক ঘটনার পেছনের কারণ ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট তদন্তে জোর দিচ্ছে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

 

- Advertisement -

Related Articles

Latest Articles