8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

রোমান্টিক সম্পর্কে সবচেয়ে অসুখী জাপান-কোরিয়া

রোমান্টিক সম্পর্কে সবচেয়ে অসুখী জাপান-কোরিয়া - the Bengali Times
প্রতীকী ছবি

রোমান্টিক সম্পর্ক বা যৌন সম্পর্ক নিয়ে জাপানের মানুষ সবচেয়ে কম সন্তুষ্ট। দক্ষিণ কোরিয়ার মানুষের অভিজ্ঞতাও অনেকটা একই রকম। ফরাসি এক গবেষণা প্রতিষ্ঠান এমনটি জানিয়েছে।

সম্প্রতি ৩১টি দেশের মানুষের যৌনজীবন এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে সমীক্ষাটি চালায় প্যারিসভিত্তিক ইপসোস নামের ওই প্রতিষ্ঠানটি।

- Advertisement -

চলতি সপ্তাহে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, জাপানিদের মধ্যে ৩৭ শতাংশ যৌনতা থেকে সন্তুষ্ট।

জাপানের চেয়ে কিছুটা ভালো অবস্থানে থাকলেও যৌন ও প্রেমের সম্পর্কে খুব একটা সন্তুষ্ট নন দক্ষিণ কোরিয়ার মানুষেরাও। দেশটির মাত্র ৪৫ শতাংশ মানুষ যৌন সম্পর্কে তৃপ্ত বলে জানিয়েছেন।

তবে, সমীক্ষায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে যৌনজীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভারত ও মেক্সিকোর মানুষ।

দুটি দেশেরই যৌনতা ও প্রেম-ভালোবাসা নিয়ে সন্তুষ্টি দেখানো মানুষের সংখ্যা প্রায় ৭৬ শতাংশ।

চলতি বছরের জুনে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির জন্মহারকে ‘সঙ্কটজনক’ হিসাবে আখ্যা দেয়। কারণ এটি গত বছর ১.২০ শতাংশে দাঁড়িয়েছিল, যা আট বছরের জন্য রেকর্ড সর্বনিম্ন। কিন্তু জাপানের জন্মহার এখনও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার চেয়ে বেশি।

দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সর্বনিম্ন জন্মহার, মাত্র ০.৭২ শতাংশ।

ইপসোস এটিও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ানরা তাদের সঙ্গী বা স্ত্রীদের সাথে সম্পর্ক নিয়ে সবচেয়ে কম তৃপ্তি অনুভব করে। এক্ষেত্রে তাদের পরেই অবস্থান জাপানিদের।

জীবনে কতটা ‘ভালোবাসি অনুভব’ করেন এমন প্রশ্নে ৫১ শতাংশ জাপানির উত্তর ছিল নেতিবাচক। দক্ষিণ কোরিয়া এবং ইতালির নাগরিকরা এক্ষেত্রে আরো এগিয়ে।

তাদের ৬৩ শতাংশই ভালোবাসার অনুভূতি নিয়ে সন্তুষ্ট নন।

জাপানিরা আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পটু নন, তাদের ব্যক্তিত্বের এমন ধরনের কারণেই ভালোবাসা নিয়ে অভিজ্ঞতাটা অন্যরকম। জাপানের নিম্ন জন্মহারের কারণে দেশটির সরকার এ বছরের শুরুতে টোকিওতে একটি ডেটিং অ্যাপও চালু করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles