0.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

যেভাবে আসিফের গানে মডেল হচ্ছেন ‘ভাইরাল’কন্যা সিঁথি

যেভাবে আসিফের গানে মডেল হচ্ছেন ‘ভাইরাল’কন্যা সিঁথি - the Bengali Times
ফারজানা সিঁথি

এই বছরের জুলাইয়ের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ উত্তাল। ওই সময় দেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী।

ওই সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিঁথি। শুধু তা-ই নয়, সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে সামনের কাতারে। তার সাহসী ভিডিও এসেছে সামনে। সব মিলিয়ে তিনি চেনামুখ হয়ে উঠেছেন।

- Advertisement -

এরই মধ্যে খবর বেড়িয়েছে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল হচ্ছেন সিঁথি। সেই সূত্রে ধরেই আগে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, মডেলিং তিনি প্রথম করছেন, এমন নয়। আরো পাঁচ বছর আগেই থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন ব্রান্ডের হয়ে টানা পাঁচ বছর ধরে কাজ করছি। অনেকেই হয়তো নতুন করে আমাকে চিনছেন। কিন্তু পোশাকের অনেক ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করছে অনেক দিন ধরেই। তাদের ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে পণ্যর মডেলিং করেছি। সেই সূত্রে কিছু কাজও করা হয়েছে।

তবে ভাইরাল হওয়ার পর কাজের পরিধি আরো বেড়েছে। তিনি জানান, দেশের স্বৈরাচর সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার চেনামুখে পরিণত হয়েছেন। সেই সূত্রেই দেশের নামি এক গায়কের গানের মডেল হয়েছেন কিছুদিন আগে। আসছে ডিসেম্বরে সেই গান আসবে প্রকাশ্যে। তখনই সব কিছু প্রকাশ করা যাবে।

সেই গানের মডেলিং করার পরই আসিফ আকবরের টিম থেকে যোগাযোগ করা হয় সিঁথির সঙ্গে। তার পরই মডেল হিসেবে চূড়ান্ত হন। আসিফের গাওয়া গানে সিঁথির সঙ্গে সহমডেল থাকছেন শেখ সাদী।

আসিফ আকবরের গাওয়া গানের কথাগুলো এমন- ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।’

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত মুখার্জী (বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

- Advertisement -

Related Articles

Latest Articles