1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ঐশ্বরিয়ার পর মেয়ের জন্মদিনও ভুলে গেলেন অভিষেক!

ঐশ্বরিয়ার পর মেয়ের জন্মদিনও ভুলে গেলেন অভিষেক! - the Bengali Times
ছবি সংগৃহীত

আজ ১৬ নভেম্বর আরাধ্যা বচ্চনের জন্মদিন। ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের একমাত্র আদরের মেয়ে। তাকে সব সময় আগলে রাখেন মা ঐশ্বরিয়া। গত কয়েক মাসে আরাধ্য়াকে শুধুই মায়ের সঙ্গে দেখা গেছে। বাবা অভিষেকের সঙ্গে কোনো মুহূর্তই ফ্রেমবন্দি হয়নি।

এমনকি অনন্ত আম্বানির বিয়েতে অভিষেক গিয়েছিলেন গোটা বচ্চন পরিবারের সঙ্গে। অন্য দিকে ঐশ্বরিয়া-আরাধ্য়া উপস্থিত হয়েছিলেন একেবারেই আলাদা। তারপর থেকেই তারকা দম্পতির ডিভোর্সের কথা আরও বেশি জোরালো হয়। মেয়ের জন্মদিনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐশ্বরিয়া এবং অভিষেক।

- Advertisement -

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়লসশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়ল
নভেম্বরের প্রথমেই ছিল ঐশ্বরিয়ার জন্মদিন। সে দিন কোনও পোস্ট আসেনি অভিষেকের। তারপর অনেকেই ধরে নেন যে সত্যিই ডিভোর্স হয়েছে তাদের। এবার দিনের অর্ধেক কেটে যাওয়ার পরেও বাবা অভিষেকের কোনো পোস্ট আসেনি আরাধ্যার জন্য। তাতেই দর্শক মনে তৈরি হয়েছে অনেক প্রশ্ন।

অনেকের দাবি ঐশ্বরিয়ার সঙ্গে মনোমালিন্যর প্রভাব পড়েছে আরাধ্যার ওপর। মেয়েকে ভুলে গেলেন জুনিয়র বচ্চন। এমন অনেক প্রশ্নই উঠছে। যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি তারা। কোন দিকে গড়াবে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের জল। সে কথা তো সময় বলবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles