-0.4 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘দেখবি আর জ্বলবি’, হঠাৎ কার উদ্দেশে অভিষেকের সেই নিমরত

‘দেখবি আর জ্বলবি’, হঠাৎ কার উদ্দেশে অভিষেকের সেই নিমরত - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডপাড়া যখন অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে গুঞ্জনে মত্ত। তখনই হঠাৎ সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন নিমরত। অভিনেত্রী এমন একটি ভিডিও আপলোড করলেন, যা দেখে নেটিজেনরা রীতিমতো চমকে গেল। নিমরতের মুখে এমন কথা!

সম্প্রতি নিমরত একটি রিলস বানিয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যেখাতে তাকে বলতে শোনা যায় ‘লোগ দেখ দেখকে জল জা’। এই হিন্দি কথার বাংলা করলে দাঁড়ায়, লোকে দেখবে, আর জ্বলবে।

- Advertisement -

তার এমন ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মধ্যে দিয়ে তারই জবাব যেন দিলেন নিমরত।

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তার জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি?

নেটদুনিয়ায় এখন ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles