-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না

আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না - the Bengali Times
দীঘি ও তৌহিদ আফ্রিদি

বেশ কিছুদিন ধরেই বিষয়টা নিয়ে নেটিজেনরা চর্চা করছেন। জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আর ইউটিউবার দীঘির প্রেম। আসলে কি দুজন প্রেম করছেন? শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

- Advertisement -

দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। ২০২১ সালে ‘তুমি আছ তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন।

সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’-এর মাধ্যমে আবার বড় পর্দায় আসেন দীঘি।
অন্যদিকে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আফ্রিদি। এবার তাকে নিয়ে কথা বললেন দীঘি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। এদিন বিশেষ সম্মাননাও পান এই অভিনেত্রী। সম্মাননা নিয়ে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে।

এ সময় তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখব না, এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকব।’

- Advertisement -

Related Articles

Latest Articles