-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

পাত্রের বেতন কম শুনে বিয়ে ভেঙে দিলেন তরুণী

পাত্রের বেতন কম শুনে বিয়ে ভেঙে দিলেন তরুণী - the Bengali Times
প্রতীকী ছবি

বাগদানের দিনক্ষণ নিয়ে আলাপ শুরু হয়ে গিয়েছিল, বিয়ের কার্ডের নকশা নিয়েও আলোচনা করতে চেয়েছিলেন উভয় পক্ষ। কিন্তু বাধ সাধল পাত্রের বেতন! বিয়েই ভেঙে দিলেন পাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা।

একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে আলাপ হয় দুজনের। নতুন সংসার পাতবেন বলে উৎসাহী ছিলেন তারা। পাত্রের উপার্জন কম জানতে পেরে শুরু হয় তর্ক। সেই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাত্র নিজেই।

- Advertisement -

ভাইরাল ওই পোস্টের মাধ্যমে জানা যায়, বাগদানের জন্য পাত্রকে তাড়া দিচ্ছিলেন পাত্রী। এই নভেম্বর মাসেই আংটি বদলের প্রস্তাব দেন তিনি। এরপর ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে প্রোফাইলের একটি ভুলের কথা জানান পাত্র।

তিনি বলেন, তার বার্ষিক আয় ৩০ লাখ নয়, ৩ লাখ টাকা। ভুলে একটি বাড়তি শূন্য পড়ে গেছে। এজন্য ক্ষমাও চান তিনি। কিন্তু এরপরই রেগে যান ওই নারী। বিয়ে ভেঙে দেন। এমনকি ওই ব্যক্তিকে গালাগালি করতে শুরু করেন তিনি।

মেয়ের সঙ্গে তার মা যুক্ত হয়ে হুমকি দেন। পুরো পরিবারের নামে পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেন তারা। পরবর্তীতে এই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ব্যক্তি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles