-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

স্ত্রীকে একা রেখে মরতে চান না, যে কাণ্ড ঘটালেন ৯৩ বছরের বৃদ্ধ

স্ত্রীকে একা রেখে মরতে চান না, যে কাণ্ড ঘটালেন ৯৩ বছরের বৃদ্ধ - the Bengali Times
গ্রেপ্তার বৃদ্ধ

স্ত্রীকে একা রেখে মরতে চান না যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেরিয়ন কাউন্টিতে বসবাস করা ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ। তাই তার ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হেলমুট লকনারকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

তার স্ত্রী অভিযোগ করেন, কিছুদিন আগে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেছিলেন তার স্বামী। এ ঘটনার দুই সপ্তাহ পর স্বামী তাকে আবারও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন।

- Advertisement -

এ বিষয়ে তদন্তকারীদের লকনার জানান, স্ত্রীকে হত্যার পর একই দড়ি দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কারণ বয়স হয়ে যাওয়ায় হয়তো শিগগির তিনি মারা যাবেন, এ অবস্থায় তিনি তার স্ত্রীকে একা ছেড়ে যেতে চান না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার হত্যাচেষ্টার পর একই কথা স্ত্রীকেও জানিয়েছিলেন লকনার। সেসময় তাই স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। ভেবেছিলেন, হয়তো এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু গত শনিবার স্ত্রীকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালান লকনার। সে সময় একটি চেয়ারে বসে টেলিভিশন দেখছিলেন তার স্ত্রী। পরে পেছন দিক থেকে স্ত্রীর গলায় একটি দড়ি পেঁচিয়ে ধরেন তিনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দড়ি পেঁচিয়ে লকনার যখন শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন, তখন তার স্ত্রীও পাল্টা লড়াই শুরু করেন। একপর্যায়ে দড়ির ভেতর তিনি তার হাত ঢুকিয়ে দিতে সক্ষম হন। এভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালান লকনারের স্ত্রী। পরে তিনি ৯১১ নম্বরে কল করে পুলিশকে জানান। পরে পুলিশ এসে তার স্বামীকে গ্রেপ্তার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লকনারের পক্ষে কেউ জামিন আবেদন করেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles