8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সুজেয় শ্যাম আর নেই

সুজেয় শ্যাম আর নেই - the Bengali Times
সুজেয় শ্যাম আর নেই

মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই। সুজেয় দা’র সাথে ছিলো আমার পারিবারিক সম্পর্ক। সংগীতশিল্পী সুজেয় দা বেতার-টেলিভিশন-সিনেমায় আমার বেশ কিছু গানের সুর দিয়েছেন। ডাক্তার রুমা বৌদি ছিলেন আমাদের ডাক্তার। । দাদার ভাগ্নে শুভ্র দেব আমার অনুজপ্রতীম বন্ধু এবং আমার জনপ্রিয় গানের সুরকার এবং শিল্পী।

পল্লবীতে আমরা একই এলাকায় থাকতাম। প্রতি শুক্রবার ছিলো তাঁর বাসায় সাপ্তাহিক আড্ডা। তাঁকে ঘিরে আমার কত কত স্মৃতি। আমাদের বড় মেয়ে অনাদি জন্ম নিলে দেখতে আসেন- দাদা, বৌদী এবং তাদের একমাত্র সন্তান লিজা। [ছবিতে দেখুন।] আর লাল শাড়িতে অনাদির মা এবং শাদা শার্টে অনাদির বাবা।

- Advertisement -

দাদা, দেশটা আজ চরমে নৈরাজ্য! এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনি চির বিদায় নিলেন। মতিয়া চৌধুরীর মতো আপনারও গার্ড অফ অনার হবে না। অথচ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় পতাকা উড়ছিলো আপনার সুরারোপিত গানে- বিজয় নিশান উড়ছে অই…

আজ জাতীয় পতাকায় জড়িয়ে আপনাকে সেই শেষ সন্মান-শ্রদ্ধা এই জামাতী-ইউনূস সরকার দেবে না, তা জানি। আমিই আপনাকে ১৩ হাজার কিলো মিটার থেকে আমি ব্যক্তিগত ভাবে প্রতীকী গার্ড অফ অনার দিচ্ছি।

সুজেয় দা, সেখানেই থাকুন, ভালো থাকবেন।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles