0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

‘তোমার মুখে ইংরেজি গান ভাল্লাগে না’ ফারিণকে নেটিজনদের কটাক্ষ

‘তোমার মুখে ইংরেজি গান ভাল্লাগে না’ ফারিণকে নেটিজনদের কটাক্ষ - the Bengali Times
তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের গান অনেকেই শুনেছেন। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন তিনি। আর তা সাড়াও ফেলেছিল বেশ। কিন্তু এবার ইংরেজি গান ‘জেলাসি’ গেয়ে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ইংরেজ গায়ক ও র‌্যাপার ল্যাব্রিন্থের ‘জেলাসি’ গানটি কাভার দিচ্ছেন ফারিণ। সেখানে খোলা চুলে নিভু নিভু আলোয় একরাশ বিষণ্নতা নিয়ে গানটি গাইতে দেখা যায় তাকে।

- Advertisement -

তবে গানটির ভিডিওটিতে কটাক্ষ করে মন্তব্য করতে দেখা যায় অনেককে। সাদেকুল আহমেদ নামে এক নেটিজেন লেখেন, ‘হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পরছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।’

আরমান আতিক নামে আরেক নেটিজেন লিখেছেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন।’

‘আমাকে জড়িয়ে ধরবেন না’ কাঞ্চনকে শুভশ্রী‘আমাকে জড়িয়ে ধরবেন না’ কাঞ্চনকে শুভশ্রী
শুভ আহমেদ লেখেন, ‘নিজেরে একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান ভাবতেছে।’ অপরদিকে সাফায়েত ইসলাম সাইফুল নামের একজন মন্তব্য করেন, ‘তোমার মুখে ইংরেজি গান ভাল্লাগে না’।

 

- Advertisement -

Related Articles

Latest Articles