6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মেয়েটির স্বজনদের সন্ধান চান মেহজাবীন

মেয়েটির স্বজনদের সন্ধান চান মেহজাবীন - the Bengali Times
মেহজাবীন

ফারহানা রহমান নামের এক নেটিজেন সামাজিক মাধ্যমে এক তরুণীর স্বজনদের খোঁজ করছেন। সে অনুসন্ধানকে বেগবান করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ঘটনা খুলেই বলা যাক, এক তরুণীর খোঁজ পাওয়া গেছে, যিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তার খোঁজ চেয়ে ফারহানা রহমান নামের এক নেটিজেন লিখেছেন, সকাল সকাল মন খারাপ হলো, এনাকে কি কেউ চিনেন? কেউ খোজ দিতে পারেন?

- Advertisement -

তিনি মেয়েটি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বুঝা যাচ্ছে। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। সম্ভবত প্রেমঘটিত কোনো বিষয়ে ট্রমাটাইজড হয়ে ভারসাম্য হারায়ে ফেলছেন। রিদয় ও শায়লা নামের দুইজনের কথা বলতেছেন।

গণঅভ্যুত্থানে হাত হারানো আতিক ফের মিছিলেগণঅভ্যুত্থানে হাত হারানো আতিক ফের মিছিলে
সরকারের বেধে দেওয়া দামে মিলছে না ডিমসরকারের বেধে দেওয়া দামে মিলছে না ডিম
আপনার আশেপাশে একটু দ্রুত খোঁজ-খবর নিন। আমার ফ্রেন্ডলিস্টের চট্টগ্রামের মানুষজন একটু দেখেন আসেপাশে খুঁজে এমন কেউ মিসিং আছে কিনা!

মেয়েটিকে রাখা হয়েছে নোয়াখালীতে জানিয়ে বলেন, উনি আপাতত নোয়াখালীর সোনাপুরের দত্তেরহাটের পেট্রোল-পাম্পের এইখানে আছেন। খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করবেন। 01875024601, আলজকি হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মেয়েটির যেন সন্ধান পাওয়া যায় এজন্য মেহজাবীন ফারহানার সেই পোস্ট শেয়ার করে লিখলেন- এলার্ট।

- Advertisement -

Related Articles

Latest Articles