6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ফেসবুকে নতুন ছবি জয়ার, ভক্তরা যা বলছেন

ফেসবুকে নতুন ছবি জয়ার, ভক্তরা যা বলছেন - the Bengali Times
কাঠগোলাপের সঙ্গে এই ছবি আাপলোড করেছেন জয়া আহসান ছবি ফেসবুক থেকে নেয়া

দুই বাংলার গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে ছাত্র আন্দোলনের সময় চুপচাপই ছিলেন। এজন্য অবশ কম কথা শোনেননি।

সামাজিক মাধ্যমে পড়েছিলেন তোপের মুখেও। তবে সেসব কাটিয়ে আস্তে ধীরে সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন এই অভিনেত্রী। গতকাল বেশ কয়েকটি ছবি দিয়েছেন ফেসবুকে।

- Advertisement -

গতকাল সন্ধ্যায় দিলেন কাঠগোলাপ ক্যাপশন দিয়ে বেশ কয়েকটি ছবি দিলেন ফেসবুক পেজে।

মুহুর্তের মধ্যেই সেই ছবি লুফে নিলেন নেটিজেনরা।

শেয়ার ও মন্তব্য করেছেন অনেকেই। ছবিগুলো দেখে অনেকেই লিখছেন অসাধারাণ, চমৎকার। তানু দেউরি নামে একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।

’ মামুন নামের একজন লিখেছেন ‘কাঠগোলাপ যে রকম অসাধারণ তুমিও সেরকম অসাধারণ,তার জন্যই তোমায় দেখে আমরা মরি।’ এমডি রিজভি নামে একজন লিখেছেন, ‘দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান, শুভকামনা রইল আপু।’

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। গত বৃহস্পতিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ম্যাচে পরিবারসহ মাঠে ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া।

এছাড়া শাকিব খানের ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়েছেন জয়া। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু ঢাকা টিমের মালিকানায় শাকিব আছে। অবশ্যই আমি শুভকামনা জানাই।’

উল্লেখ্য, শাকিব–জয়া জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–১’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–২’ সিনেমায়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles