0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

প্রেম বিচ্ছেদে ভুল পথ বেছে নেয় পরী

প্রেম বিচ্ছেদে ভুল পথ বেছে নেয় পরী
পরী

লক্ষ্মীপুরের রায়পুরে পরী (১৮) নামের এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সোমবার (১৪ অক্টোবর) রাতে রায়পুর পৌর শহরের পূর্বলাচের খেজুরতলা এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হিজড়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহসিন নামের এক ব্যক্তির সঙ্গে পরীর প্রেমের সম্পর্ক ছিল।

- Advertisement -

এতে পরী আয়ের অধিকাংশ টাকা মহসিনকে দিয়ে দিতেন। মহসিন বর্তমানে সৌদি আরব আছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরীর টাকা দিয়েই মহসিন সৌদি পাড়ি দেন।

সেখানে আকামা করার জন্য পরীর কাছ থেকে ফের টাকা চায় মহসিন। কিন্তু পরী তা দিতে পারেনি। এতে প্রেমের সম্পর্কে ফাটল ধরে। ধারণা করা হচ্ছে, প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরেই পরী মৃত্যুর পথ বেছে নিয়েছে।

নিহত পরী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের চরমুড়ালি এলাকার শাহ আলম মোল্লার সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মেঘলা নামে এক হিজড়া খেজুর তলা এলাকায় এসে পরীর মোবাইল ফোনে কল দেয়। কিন্তু মোবাইল ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে ভাড়া বাসায় ডাকতে গেলে মেঘনা দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকাতেই পরীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় মেঘলা।

এতে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে হিজড়াদের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে পরী মারা গেছে। এতে তার মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles