
বছর ছাব্বিশের এক তরুণীকে ফ্লাটে আটকে রেখে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ওই তরুণী পেশায় নৃত্যশিল্পী। অভিযুক্ত তরুণ পেশায় ইভেন্ট ম্যানেজার। বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়। পেশার সূত্রেই দুজনের পরিচয় হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই ইভেন্ট ম্যানেজার এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত হয়েছিল ৮ অক্টোবর। সেই দিন তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। ফ্ল্যাটে তখন অভিযুক্তের স্ত্রীও ছিলেন। তিনি ওই তরুণীকে চা খেতে দিয়েছিলেন। ওই চা পানের পরই তরুণী জ্ঞান হারান। ওই তরুণীর অভিযোগ, চায়ের সঙ্গে কোনো মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। এর পর যখন তার জ্ঞান ফেরে, তখন ফ্ল্যাটের একটি ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন তিনি। এরপর তিন দিন ধরে তাকে ওই ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করেছেন অভিযুক্ত তরুণ।
আগ্রার সহকারী পুলিশ কমিশনার (তাজ সুরক্ষা এবং ট্রাফিক) সৈয়দ আরিব আহমেদ ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কোনোভাবে অভিযুক্তের ফ্ল্যাট থেকে পালিয়ে আসেন ওই তরুণী। এর পর গত শুক্রবার থানায় অভিযোগ জানান তিনি।
সহকারী পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল। শনিবারই অভিযুক্ত তরুণ এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।