8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স: চালাইদেন’

‘প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স: চালাইদেন’ - the Bengali Times

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন অনেকেই।

এবার ছড়িয়ে পড়া গুজব নিয়ে বুধবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

- Advertisement -

পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

উপদেষ্টা আসিফের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। আহমেদ আজাদ নামের একজন কমেন্টবক্সে লিখেছেন, ‘গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু পরবর্তীতে এদেরই নিন্দিত হতে হয়।’

একজন লেখেন, ‘ঠিকই বলছেন ভাই, দেশটা আজ গুজবময় বাংলাদেশ হয়ে গেছে।’

আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশ গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসন ব্যবস্থা আরও কঠিনতম করা উচিত, না হলে শান্তি ফিরবে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles