6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মেয়ের বিয়েতে অংশ নিতে ৫০ কি.মি হাটলেন বাবা

মেয়ের বিয়েতে অংশ নিতে ৫০ কি.মি হাটলেন বাবা - the Bengali Times

ডেবিড জোনস ও তার মেয়ে এলিজাবেথ ছবি সংগৃহীত

মেয়ের প্রতি বাবার ভালবাসা শর্তহীন। বাবা তার মেয়ের জন্য সবকিছু করতে পারেন। এমনই এক নজির স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের ডেবিড জোনস। যিনি চরম আবহাওয়ার পরিস্থিতি মোকাবেলা করে তার মেয়ের বিয়েতে যোগ দিতে প্রায় ৫০ কিলোমিটার হেঁটেছিলেন। মেয়ের প্রতি বাবার ভালবাসার এই মর্মস্পর্শী গল্প সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি সবার হৃদয় কেড়ে নিয়েছে।

ডেভিড জোনস তার মেয়ের বিয়েতে অংশগ্রহণের জন্য গাড়িতে করে রওনা হয়েছিলেন কিন্তু ঝড়ের কারণে তা সম্ভব হয় নি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হেটেই ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে তার মেয়ের বিয়েতে অংশগ্রহণ করবেন। মিস্টার জোন্স তার ব্যাকপ্যাকে মাত্র কয়েকটি প্রয়োজনীয় জিনিস নিয়ে পায়ে হেঁটে রওনা হন। যাত্রা পথ অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল। ঝড় বজ্রপাত উপেক্ষা করে ১২ ঘন্টা জার্নি করে তিনি বিয়ের অনুষ্ঠানে পৌঁছান।

- Advertisement -

নেটিজেনরা বাবার এ উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন। এই নিবেদিতপ্রাণ বাবার আন্তরিক প্রচেষ্টাকে অনেকে অনলাইনে শেয়ার করেছেন। অনেকে তাকে ডেড অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে। একজন মন্তব্যকারী লিখেছেন, এটি প্রেমের একটি সুন্দর গল্প। এটি নিঃশর্ত ভালবাসা।

- Advertisement -

Related Articles

Latest Articles