2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো: লুবাবা

আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো: লুবাবা - the Bengali Times
লুবাবা ও হানিয়া আমির

শিশুশিল্পী সিমরিন লুবাবা খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। তবে এরইমধ্যে নিজের কথার জন্য সমালোচনার কবলেও পড়েছে।

ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা। এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

- Advertisement -

আবারও পুরনো রূপে দর্শকমহরে ধরা দিয়েছেন এ শিশুশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশকিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।

এদিকে হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২০ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছে লুবাবা। লুবাবা ক্যাপশনে লিখেছে, ‘আমি নাকি দেখতে হানিয়া আমির এর মতো। আসলেই কি তাই?’। ভিডিওতে দেখা যায়, হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে।

নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ সমালোচনা করেছেন। মিশিকা লিখেছেন, ‘লুবাবা দেখতে মাশা-আল্লাহ খুব সুন্দর ঠিক আছে, এমনিতে হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ডিম্পল আর ব্রেইন নাই।’

মো. রুবেল মিয়া কটাক্ষ করে বলেন, ‘কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান।’ সজীব দাস অনুভবের ভাষ্য, ‘তুমিও খুব সুন্দর, কিন্তু একটু আগে পেকে গেছো। সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরও প্রশংসা হতো।‘

- Advertisement -

Related Articles

Latest Articles