2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

ছাত্র আন্দোলনের কৃতিত্ব কাকে দিলেন ফারুকী?

ছাত্র আন্দোলনের কৃতিত্ব কাকে দিলেন ফারুকী? - the Bengali Times
মোস্তফা সরয়ার ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের কৃতিত্বকে নিজেদের বলে দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল।

এ বিষয়ে এবার মুখ খুললেন ফারুকী।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাতা লেখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে, এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত।

- Advertisement -

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি- সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কারভাবে মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কিভাবে চলবে এই রায়ও জনগণ দেবে বলে তিনি লেখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কিরকম করতে চান- এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।

’ সর্বশেষ তিনি লেখেন, ‘ক্লিয়ার?’

- Advertisement -

Related Articles

Latest Articles