0.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

তরুণীর মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলেন প্রেমিক

তরুণীর মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলেন প্রেমিক - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে এক তরুণীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন খোদ তরুণীর প্রেমিক।

তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়া টুডে।

- Advertisement -

বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় নিজ বাড়িতে রেফ্রিজারেটরে ২৯ বছর বয়সী ওই তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মহালক্ষ্মী নামের ওই তরুণী একটি অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন। নিজ অ্যাপার্টমেন্টের ফ্রিজেই তার টুকরো টুকরো করা মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা আনুমানিক ২ থেকে ৩ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সিল করে দেন। তদন্তে সহায়তা করার জন্য ফরেনসিক দল এবং একটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

নিহত মহালক্ষ্মী একটি শপিংমলে কাজ করতেন বলে জানা গেছে। স্বামীর সাথ্যে বিচ্ছেদের পর একাই বসবাস করতেন তিনি। কর্তৃপক্ষ তার হত্যার বিষয়ে সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী নামের ওই তরুণী তাঁর প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী এমনটা জানা গেছে। খুনি নিহত তরুণীর পরিচিত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানান, “প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সে একজন বহিরাগত। তবে তদন্তের কারণে বিস্তারিত জানানি তিনি। তবে পুলিশ সন্দেহ করছে যে অপরাধী পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকতে পারে।

ব্যাঙ্গালুরুর মল্লেশ্বরমে থাকতেন ২৯ বছর বয়সী মহালক্ষ্মী। বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে আলাদা থাকতেন তাঁর স্বামী। সম্প্রতি মহালক্ষ্মীর নিজস্ব ফ্ল্যাটের ফ্রিজ থেকে তাঁর দেহাংশ উদ্ধার করা হয়। খুনের পর তাঁর দেহ অন্তত ৩০ এর বেশি টুকরো করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। টুকরো মরদেহ উদ্ধারের কয়েকদিন আগে এই খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles