
নব্বইয়ের শেষের দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে বলিউডের ‘আদর্শ যুগল’ মনে করা হত। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় তাদের কেমিস্ট্রি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল।
শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। তাদের বিশেষ উপস্থিতি বাস্তব জীবনে রোম্যান্সের গুজবকে আরও বাড়িয়ে তোলে। তবে একসময় সম্পর্কে অবনতি হয়। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তাদের বিচ্ছেদ।
নেহার বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহাননেহার বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহান
এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে দুজনে গোপনে বিয়ে করেছেন। এমনকি নিউইয়র্কে হানিমুনেও গিয়েছিলেন। শোনা যায়, ১৯৯৯ সালেই নাকি গোপনে বিয়ে সেরেছিলেন তারা। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিনই মন্তব্য করেননি ঐশ্বরিয়া-সালমান। তবে এবার আর চুপ থাকলেন না নায়িকা।
এই জল্পনার উত্তরে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে এ অভিনেত্রী বলেন, যদি এমনটা হত তাহলে কি ইন্ডাস্ট্রির কেউ জানতে পারতেন না? এটা কত ছোট একটা ইন্ডাস্ট্রি। মায়ের দুর্ঘটনার পর তার সঙ্গেই সময় কাটাতে পারিনি। আর সত্যিই কি আপনার মনে হয় বিয়ের মতো এত বড় একটা বিষয় আমি লুকাবো!
এ ধরনের রটনায় নায়িকা যে খুবই বিরক্ত তা বোঝা গিয়েছে অভিনেত্রীর কথায়।