
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজস্ব মাঠে গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই মাঠের কাছে ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টা করেন সন্দেহভাজন এক বন্দুকধারী।
সাবেক মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করতে গলফ মাঠের কাছে ঝোপের মধ্যে অস্ত্রসহ প্রায় ১২ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন সেই বন্দুকধারী রায়ান ডব্লিউ রাউথ। স্থানীয় সময় গতকাল সোমবার দাখিল করা আদালতের নথি অনুসারে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
পৃথক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।
আল জাজিরা বলছে, আদালতের নথি অনুযায়ী কর্তৃপক্ষ জানিয়েছে যে, সন্দেহভাজন বন্দুকধারীর ফোনের রেকর্ডগুলো থেকে বোঝা যায় যে লোড করা এসকেএস আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে প্রায় ১২ ঘণ্টা ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।
মাত্র দুই মাসের মাথায় সাবেক এই প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার এ ঘটনা নিয়ে কর্তৃপক্ষের এমন বক্তব্যে বিস্মিত স্থানীয়রা।
রোববার বিকেলে ট্রাম্প এবং তার ভালো বন্ধু, রিয়েল এস্টেট ডেভেলপার স্টিভ উইটকফ ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলতে এসেছিলেন। ওই দিন বেলা দেড়টার দিকে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিফথ ফেয়ারওয়েতে (গলফ মাঠের একটি অংশ) অবস্থান করছিলেন তাঁরা। ঠিক সেই মুহূর্তে মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের একজন।
ট্রাম্পকে অবশ্য অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছিল। সোমবার রাতে হামলার ঘটনা স্মৃতিচারণ করে ট্রাম্প জানিয়েছেন যে, গলফ খেলার সময় কাছাকাছি দূরত্বে সম্ভবত চার বা পাঁচটি গুলির আওয়াজ শুনেছেন তিনি।
কেন্দ্রীয় তদন্তকারীরা বলছেন, ঝোপে লুকিয়ে থাকা সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের একজন সদস্য তখনই গুলি ছোড়েন। সন্দেহভাজন বন্দুকধারী যেখানে ওৎ পেতে ছিলেন, সেখান থেকে ট্রাম্পকে পরিষ্কারভাবে দেখার সুযোগ ছিল না।
তদন্তকারীরা বলছেন, বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি। গলফ মাঠ ঘিরে রাখা সাজানো ঝোপ ও লম্বা পাম গাছের আড়ালে লুকিয়ে ছিলেন তিনি। সে সময় সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে দুটি ডিজিটাল ক্যামেরা, একটি কালো রঙের প্লাস্টিকের খাবারের ব্যাগ ও একটি আধা–স্বয়ংক্রিয় বন্দুক ছিল।
বিবিসি বলছে, বন্দুকটি থেকে প্রায় ৪৪০ গজ দূরে গুলি ছোড়া সম্ভব।
ট্রাম্পের সর্বশেষ নির্বাচনী প্রচার কর্মসূচিটি ছিল গত শনিবার সকালে ইউটাহ অঙ্গরাজ্যে। ফ্লোরিডার বাসিন্দারা জানান, নির্বাচনী প্রচার না থাকলে অধিকাংশ সময় ট্রাম্প রোববার দিনটি ওয়েস্ট পাম বিচের গলফ ক্লাবে কাটান।
তবে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর রোনাল্ড রো সোমবার জানান, গত রোববার ট্রাম্পের গলফ মাঠে যাওয়ার কথা ছিল না। তাই ট্রাম্পের জন্য শেষ মুহূর্তে তাঁদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হয়।
এদিকে, রোববার ট্রাম্পের পাম বিচে গলফ খেলতে যাওয়ার কথা না থাকলেও বন্দুকধারী কীভাবে জানলেন, সাবেক এই প্রেসিডেন্ট সেদিন সেখানে আসছেন বা তাঁর আসার বিষয়টি কি তাঁর (বন্দুকধারীর) অনুমানের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে—এমন নানা প্রশ্নের উদয় হয়েছে অনেকের মনেই। সন্দেহভাজন ব্যক্তি কীভাবেইবা এত দীর্ঘসময় বন্দুক নিয়ে ঝোপে লুকিয়ে ছিলেন—উঠেছে সেই প্রশ্নও।
ফ্লোরিডার সাউথেন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি মার্কেঞ্জি ল্যাপয়েন্টে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, “সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসাবে এফবিআই এই ঘটনার তদন্ত চালাচ্ছে।”
ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগে রোববার রাউথকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একটি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবারই রায়ান রুথকে জনাকীর্ণ পাম বিচের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলেন। এ সময় তাঁকে হাসতেও দেখা গেছে। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। পরে আরও অভিযোগ আনা হতে পারে।